কম্পিউটার কী? কম্পিউটার কাকে বলে

কম্পিউটার কত প্রকার ও কি কি?

  1. এনালগ কম্পিউটার
  2. ডিজিটাল কম্পিউটার
  3. হাইব্রিড কম্পিউটার

ভৌতো পরিমাপ, গ্যাসীয় বা তরল পর্দার্থের পরিমাপ, বৈদ্যুতিক তারের ভোল্টেজ, বায়ু প্রবাহ ও চাপ পরিবর্তিত হওয়া ইত্যাদি অ্যানালগ ডেটা প্রক্রিয়া করার জন্য যে কম্পিউটার ব্যবহার করা হয় তাকে এনালগ কম্পিউটার বলে।

  • এটি একের বেশি চিপ দিয়ে তৈরি;
  • এরা কম ফ্লেক্সিবেল ও ধীর গতির হয়ে থাকে;
  • ভৌত পরিমানে ডেটা সঞ্চয় করে;
  • পরিমাপের সাহায্যে গণনার কাজ সম্পাদন করে;
  • ভৌত পরিমাণ, বৈদ্যুতিক তারের ভোল্টেজের উঠানামা, পাইপের ভেতরে গ্যাসীয় বা তরল পদার্থের চাপের তারতম্য ইত্যাদি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়।
  • বাইনারি পদ্ধতিতে ০ ও ১ নিয়ে কাজ সম্পন্ন করে;
  • এটি সব ধরনের ডাটা বাইনারি ০ ও ১ এর মাধ্যমে ইনপুট হিসেবে গ্রহণ করে;
  • এতে তিনটি অংশ থাকে: ইনপুট, প্রসেসিং ও আউটপুট;
  • সংখ্যা প্রক্রিয়াকরণের ভিত্তিতে কাজ করে;
  • কাজের সুক্ষ্ণতা অত্যন্ত বেশি (১০০ %)
  • কাজে ফলাফল সরাসরি মনিটরে প্রদর্শিত হয় বা অন্য কোনো আউটপুট ডিভাইসে প্রকাশিত হয়।

ডিজিটাল কম্পিউটার কত প্রকার ও কি কি?

  1. সুপার কম্পিউটার
  2. মেইনফ্রেম কম্পিউটার
  3. মিনি কম্পিউটার
  4. মাইক্রো কম্পিউটার

10 thoughts on “কম্পিউটার কী কম্পিউটার কাকে বলে কম্পিউটারের প্রকারভেদ”

  1. এটি পড়ে খুবই উপকৃত হলাম কম্পিউটার সম্পর্কে সব কিছু ভাল ভাবে জানতে পারলাম ধন্যবাদ।

    Reply

Leave a Comment